November 24, 2025, 5:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহে মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত  মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পিএইচডি ডিগ্রী অর্জন করায় সংবর্ধনা প্রদান ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী ২০২৭ সালের জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন : গভর্নর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ জব্দ করেছে দুদক ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু যশোরে ৩১৭টি ভারতীয় সিমকার্ড ও ভিওআইপি মেশিনসহ এক ব্যক্তি আটক ট্রাম্প একজন ফ্যাসিস্ট : নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানি  হিজবুল্লাহ’র সামরিক প্রধান হাইথাম আলী তাবাতাবাইকে হত্যার নিন্দা জানালো ইরান
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্প একজন ফ্যাসিস্ট : নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এখনও বিশ্বাস করেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন ‘ফ্যাসিস্ট’।

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উষ্ণ ও হাস্যোজ্জ্বল এক বৈঠকের পরও তিনি এ ধারণাই পোষণ করেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রোববার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা এমন একটি বিষয়, যা আমি এর আগেও বলেছি, আজও বলছি।’

ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত মামদানি শুক্রবার রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ট্রাম্প ও মামদানির এই বৈঠককে গত কয়েক মাসের তীব্র রাজনৈতিক বাকযুদ্ধের পর তাদের মধ্যে উল্লেখযোগ্য এক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বৈঠককালে দুই পক্ষই শহরের ভবিষ্যৎ নিয়ে সহযোগিতার অঙ্গীকার করেন।

ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের সামনে মামদানির সঙ্গে সৌহাদ্যপূর্ণ ও আন্তরিক আচরণ করেন।

এক সময় ট্রাম্প উগান্ডায় জন্ম নেওয়া এই নিউ ইয়র্কের মেয়রকে দেশ থেকে বহিষ্কারের ইঙ্গিত দিয়েছিলেন।

এক সাংবাদিক মামদানিকে জিজ্ঞেস করেন, তিনি কি এখনও ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে করেন?
প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রশ্নের জবাব নিজেই দিয়ে দেন।

তিনি বলেন, ‘ঠিক আছে, আপনি এটা বলতে পারেন। এতে কোনো সমস্যা নেই।’

রোববার এনবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, ‘আমি প্রশংসা করি যে আমাদের আলোচনায় আমরা মতভেদের জায়গাগুলো এড়িয়ে যাইনি। বৈঠককালে আমাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট ছিল।’

তিনি আরও বলেন, ‘আবাসন ব্যয়, শিশু যত্নের ব্যয় ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম—এগুলোই ছিল আমাদের প্রচারণার মূল বিষয় এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকেও আমরা বারবার এই বিষয়গুলোতেই ফিরে গেছি।’

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে ফেডারেল তহবিল কমানোর হুমকি ও শহরটিতে ন্যাশনাল গার্ড পাঠানোর পর, হোয়াইট হাউসে ট্রাম্প নিউইয়র্কের মেয়র নির্বাচনে মামদানির ঐতিহাসিক বিজয়ের প্রশংসা করেন এবং বলেন, ‘তিনি (মামদানি) দারুণ কাজ করতে পারেন।’

ট্রাম্প বলেন, ‘আমরা তাকে সাহায্য করব, যাতে সবার স্বপ্ন পূরণ হয় এবং একটি শক্তিশালী ও নিরাপদ নিউ ইয়র্ক গড়ে ওঠে।’

 

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page