ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখার সাবলাট গ্রামের বাকড়িপাড়া আব্দুল আহাদ মোল্লার পুত্র কৃষক আব্দুর রব এর ১ মন ৩০ কেজি ক্ষিরকন ধান বিজের বিজতলা বৃহস্পতিবার সকালে নষ্ট করে দিয়েছে স্থানীয় কতিপয় দুর্বৃত্ত। এ ঘটনায় কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সরেজমিন গেলে কৃষক আব্দুর রব বলেন, তিনি মাঠের খালের ব্রীজের পাশে বিজ তলায় চারা উৎপাদনের জন্য ১ মন ৩০ কেজি খিরকন ধানের বিজ রোপন করে।
যে ধানের চারা দিয়ে তিনি ১৪ বিঘা জমিতে ধান রোপন করবেন। কিন্তু বৃহস্পতিবার সকালে তার গ্রামের তুহিনের নেতৃত্বে ফসিয়ার (৫৫) পিং- রইচ জদ্দার সহ ছেলেরা তার সদ্য চারা গজানো বিজ তলাতে মই দিয়ে পা দিয়ে পাড়ায়ে ও হাত দিয়ে মাটি খুচে বিজতলার সমস্ত ধানের চারা নষ্ট করে দিয়েছে।
এ ব্যপারে তিনি কৃষি অফিসের মাধ্যমে ক্ষতিপুরণ সহ অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।