স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মানব পাচার ও অবৈধভাবে বাংলাদেশ-ভারত পারাপার প্রতিরোধে ৫৮ বিজিবি সম্প্রতি টহল ও নজরদারি আরও জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় ৩ ও ৪ ডিসেম্বর দু’দিনে পৃথক অভিযানে মোট ৯ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।
জানা গেছে, ৪ ডিসেম্বর সকাল ৮টা ১০ মিনিটে বাঘাডাংগা সীমান্তের হুদাপাড়া এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে আরেকজনকে আটক করে বিজিবি। বিজিবির দাবি, আটক ব্যক্তিরা সবাই দালালচক্রের সহযোগিতায় গোপনে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

এর আগে ৩ ডিসেম্বর বিকেল ৪টার দিকে খোসালপুর বিওপি’র টহল দল সীমান্ত মেইন পিলার ৬০/০১৫-আর থেকে প্রায় ৩০০ গজ ভেতরে একটি ভুট্টাক্ষেত থেকে ৩ পুরুষ ও ১ নারীকে আটক করে, যাদের ভারত যাওয়ার চেষ্টা ছিল।
একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে বাঘাডাংগা বিওপি’র আরেকটি টহল দল সীমান্ত পিলার ৬০/৩৯-আর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ পুরুষ, ১ নারী ও ১ শিশুসহ আরও ৩ জনকে আটক করে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।