December 11, 2025, 10:35 am
শিরোনামঃ
ঝিনাইদহে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকায় মুখ থুবড়ে পড়েছে দুই কোটি টাকার সৌরবাতি প্রকল্প মাগুরায় ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীর আবাসন প্রকল্পের কোটি টাকা আত্মসাতের প্রভাব পড়বে আসন্ন নির্বাচনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে রাষ্ট্রপতির সাথে সিইসির সাক্ষাৎ আগামীকাল ১১ ডিসেম্বর সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সচিব অভ্যুত্থানের পর কিছু মিথ্যা মামলা হয়েছে : অ্যাটর্নি জেনারেল অন্তর্বর্তী সরকারের সময়ে গণপিটুনিতে মানুষ হত্যার ঘটনা বেড়েছে : মানবাধিার সংস্থা অধিকার রাজধানীতে র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাাপন  নীলফামারীতে ৩ মাসব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :  ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে মহেশপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনষ্ঠিত হয়েছে।

৮ ডিসেম্বর (সোমবার) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় একটি মূল কমিটি ও বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার।

সভায় জেলা পর্যায়ের কর্মসূচীর আলোকে কর্মসূচী গ্রহণ করা হয়। গৃহীত কর্মসুচীর মধ্যে রয়েছে, ১৪ ডিসেম্বর ১১টায় পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা, শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সন্ধ্যা ৬ টায় মোমবাতি প্রজ্জলন।

১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হবে।
এছাড়া, সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-আধা সরকারী, আধা- সরকারী স্বায়ত্বশায়িত প্রতিষ্ঠান ও বে-সরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন।

সকাল ৮টায় মহেশপুর শহীদ মিনারের পাদদেশে পুষ্পমাল্য অর্পন, ফাতেহা পাঠ ও মোনাজাত।
সকাল সাড়ে ৮টায় মহেশপুর হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য এবং প্যারেড পরিদর্শন।

সকাল ৯টায় পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউট, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ।
সকাল সাড়ে ৯টায় স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে।

সকাল ১০টায় মহেশপুর হাইস্কুল মাঠে স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের এবং অতিথিদের ক্রীড়া প্রতিযোগীতা।
দুপুরে মহেশপুর শহীদ মিনার চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা।
দুপুরে হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন।

যোহরের নামাজের পর ও সুবিধামতো সময়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত-যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও জাতির সুখ শান্তি. সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

বিকাল সাড়ে ৩টায় প্রীতি ফুটবল প্রতিযোগতিা (উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ)
সন্ধ্যা ৬টায় গুরুত্বপূর্ণ সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাষিত এবং বেসরকারী ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রস্তুতিমূলক সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোহাম্মদ নুর আলমসহ সকল সরকারী ও বেসরকারী অফিসের প্রধানগণ, কলেজ, হাইস্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page