অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ২১৩ কেজি চাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার গান্ধাইল ইউনিয়নের টিকরাভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
উদ্ধার করা চাল পরে উপজেলা খাদ্য গুদামের উপ–খাদ্য পরিদর্শক সাইফুল ইসলামের জিম্মায় রাখা হয়।
ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া চালের বিষয়ে কাজিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জুডিশিয়াল আদালতের অনুমোদন অনুযায়ী চাল নিষ্পত্তির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।