অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে চাঁদপুর সদরের হরিণা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিএ চাঁদপুর বন্দর কর্মকর্তা বাবু লাল বৈদ্য দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরিশাল-ভোলা থেকে ঢাকা রুটে চলাচলকারী ‘এমভি জাকির সম্রাট-৩’ এবং ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ নামের দুটি লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর একটি লঞ্চ ঢাকার অভিমুখে যাত্রা করে।
নৌ-পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, এ পর্যন্ত একজন নারী ও তিনজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া লঞ্চ থেকে আরও অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বন্দর কর্মকর্তা বাবু লাল বৈদ্য আরও জানান, সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই লঞ্চের ভেতর একজনের মৃত্যু হয়। অন্য একজন গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মতলব উত্তরের মোহনপুর এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে দুর্ঘটনাকবলিত লঞ্চ দুটি এবং নিহতদের মরদেহ ঢাকার সদরঘাটে রাখা হয়েছে।
শীতকালীন ঘন কুয়াশায় নৌপথে দৃশ্যমানতা কমে যাওয়ায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও বিআইডব্লিউটিএ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।