অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাঙ্গামাটির বরকল উপজেলার দুর্গম হরিণায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মানবিক সহায়তা প্রদান করেছে বিজিবি।
বিজিবি ছোট হরিণার পক্ষ থেকে আজ সোমবার সকালে উপজেলার ছোট হরিণায় এসব সহায়তা প্রদান করা হয়। তাদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
হরিণা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী আগুনে ক্ষতিগ্রস্ত সমর কান্তি চাকমাকে তার পুড়ে যাওয়া বসতবাড়ি নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী প্রদান করেন। এছাড়া পরিবারের জন্য শীতবস্ত্র (কম্বল) এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর উপজেলার দুর্গম জিরারখামার বিজিবি ক্যাম্পের আওতাধীন সমর কান্তি চাকমার বসতবাড়িতে রান্নার চুলা থেকে আগুন লাগে। এত সমর কান্তি চাকমার বসতবাড়ি সম্পূর্ণ ভূস্মিভূত হয়ে যায়। ফলে তার পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে যায় এবং এক কাপড়ে তীব্র শীতে খোলা আকাশের নিচে দিনাতিপাত করছিল। এ অবস্থায় জিরারখামার বিজিবি ক্যাম্প তাদের পাশে দাঁড়ায়।