অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ১৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে তিন শতাধিক পাহাড়ি-বাঙ্গালী শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ সকালে মাটিরাঙ্গা সেনা জোন এর আওতাধীন কাঠাল বাগান এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফ. কর্নেল মো. মাসুদ খান।
এছাড়াও মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রেজবী ৭০ জন পাহাড়ি ও ১৮০ বাঙ্গালী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।
এ সময় জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল, মেজর মো. সামিউল হক উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করেন।