অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের দূরপাল্লার ড্রোন মোকাবিলায় রাশিয়ার ‘জ্যামিং’ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ফিনল্যান্ডে ড্রোন অনুপ্রবেশের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে দেশটির সামরিক গোয়েন্দা প্রধান।
হেলসিংকি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ফিনিশ ডিফেন্স ইন্টেলিজেন্সের (এফডিআই) প্রধান মেজর জেনারেল পেক্কা তুরুনেন বলেন, ‘ড্রোন ফিনল্যাণ্ডের আকাশসীমা বা ভূখণ্ডে অনিচ্ছাকৃতভাবে ঢুকে পড়ার আশঙ্কা প্রতিনিয়ত বাড়ছে।’
এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ইউক্রেন ফিনল্যান্ডের খুব কাছাকাছি অবস্থিত রাশিয়ার তেল শোধনাগার বা বন্দরগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে। এখন আমরা দেখছি যে রাশিয়া এই ড্রোনগুলো ঠেকাতে জিপিএস জ্যামিং ব্যবহার করছে। কোনো ড্রোন যদি তার লক্ষ্যে পৌঁছাতে জিপিএস ব্যবহার করে, তবে এই জ্যামিংয়ের কারণে সেটি পথ হারিয়ে অন্য যেকোন দিকে চলে যেতে পারে।’