অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গা-১ আসনে নির্ধারিত সময়ের আগে মাইকিং করায় ধানের শীষ প্রতীকের এক বিএনপি কর্মীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের পিটিআই মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত হাসান আলী (২৩) ওই ইউনিয়নের খেজুরতলা গ্রামের হাতেম আলীর ছেলে।
প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানোর অনুমতি রয়েছে। তবে হাসান আলী নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে প্রচারণা শুরু করায় তা বিধিমালা লঙ্ঘনের শামিল হিসেবে গণ্য হয়। নির্বাচনী আচরণবিধিমালা ২০২৫-এর ১৭ (২) ধারা ভঙ্গের দায়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল নাঈম বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ রক্ষায় আমরা বদ্ধপরিকর। নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানো আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। জনস্বার্থে এবং নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।’