অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীনে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি হরিণের মাংস জব্দ করেছেন বনবিভাগের সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার সুন্দরবনের কৈখালী স্টেশনাধীন টেংরাখালী টহল ফাঁড়ির আওতাধীন চুনকুড়ি নদী থেকে হরিণের মাংস ও নৌকা জব্দ করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীনে টেংরাখালী টহল ফাঁড়ির আওতাধীন চুনকুড়ি এলাকায় হরিণ শিকার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টহল ফাঁড়ির সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারিরা বনের ভেতরে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এরপর সেখান থেকে একটি নৌকা ও ১০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। পরে জব্দকৃত হরিণের মাংস সাতক্ষীরা বন আদালতের ম্যাজিস্ট্রেটের সম্মুখে উপস্থাপন করা হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাশিকারিরা অনেক সময় হরিণের মাংসের সঙ্গে বিভিন্ন মাংস মিশিয়ে বিক্রি করে। এসব অপরাধীদের হাতেনাতে ধরতে আমরা নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছি।
এ বিষয়ে তিনি সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি আরও জানান, বন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর নির্দেশনায় জব্দকৃত হরিণের মাংসের সঙ্গে কেরোসিন মিশিয়ে আদালত চত্বরে মাটিচাপা দেওয়া হয়।
এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।