অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেন, শস্যের চালান বিলম্বিত করে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতিকে প্রকট করে তুলছে মস্কো। শত্রুরা আমাদের খাদ্য রফতানি কমিয়ে আনতে সব চেষ্টায় করছে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার দিবাগত রাতের ভার্চুয়ালি ভাষণে জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের শস্য রফতানিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে বলেন, আমি বিশ্বাস করি রাশিয়া ইচ্ছাকৃতভাবে খাদ্য সংকটকে আরও গভীর করে তুলছে। যা চলতি বছরের শুরুর দিকে করেছিল। রাশিয়ার কারণে অনেক জাহাজ ইউক্রেন থেকে ছেড়ে যেতে বিলম্ব হচ্ছে।
তবে মস্কো জাহাজের চালানে বাধা সৃষ্টি করছে, জেলেনস্কির এমন দাবির সত্যতা যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম সিএনএন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসনের ঘটনায় কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় শস্য রফতানি মুখ থুবড়ে পড়ে। দীর্ঘ অচলাবস্থা কাটতে গত ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় মস্কোর সঙ্গে চুক্তিতে উপনীত হয় কিয়েভ। আনুষ্ঠানিকভাবে ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ বলা হলেও এটি ইস্তাম্বুল শস্য চুক্তি নামে পরিচিতি পায়। এর আওতায় ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলীয় বন্দর ছাড়তে শুরু করে শস্যবাহী বিভিন্ন জাহাজ। এ পর্যন্ত ৫০ লাখের বেশি টন শস্য রফতানি হয়েছে যুদ্ধ শুরুর পর। তবে আবারও মস্কোর বিরুদ্ধে শস্য রফতানিতে বাধার অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
Leave a Reply