অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে ‘ডার্টি বোমা’ ব্যবহারের বিষয়ে তদন্ত করতে কিয়েভ জাতিসংঘের পারমাণবিক বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার (২৪ অক্টোবর) এক ঘোষণায় আন্তর্জাতিক সংস্থাটির শাখা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) কিয়েভের দুইটি স্থানে তাদের পরিদর্শক পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে নিশ্চিত করেছে। খবর দ্য হিল।
আইএইএ জানিয়েছে, শিগগিরই তাদের একটি দল কিয়েভে যাবে। এই সফরের উদ্দেশ্য হলো সেখানে অঘোষিত কোনো পারমাণবিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে কিনা এবং তেজস্ক্রিয় কোনো পদার্থ ব্যবহার হচ্ছে কিনা তা তদন্ত করা।
সোমবার (২৪ অক্টোবর) ইউক্রেনের ডোনেৎস্কের ওব্লাস্তে রুশ হামলায় ৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। দেশটির পুলিশের দাবি, রুশ হামলায় ১৯টি আবাসিক ভবন এবং একটা বিদ্যুৎ সরবরাহ লাইন বিধ্বস্ত হয়েছে।
Leave a Reply