January 5, 2026, 5:51 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড়ে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ জাতীয় শিক্ষাক্রমের নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বিচারক-আইনজীবী-বিচারপ্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের কথা বললেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান সারাদেশে ১৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ; বাতিল ৭২৩ :  নির্বাচন কমিশন   ঝিনাইদহের শৈলকুপায় ব্রীজের রেলিং ভেঙে ট্রাক নদীতে ; দু’জন নিহত জামিন পেলেন পুলিশকে হুমকি দেওয়া হবিগঞ্জের বৈষম্যবিরোধী ভাইরাল নেতা যশোরে গুলি করে বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সীমান্তে বিজিবির টহল জোরদার মাদুরোকে নেয়া হলো নিউইয়র্কে ; রাখা হবে ডিটেনশন সেন্টারে ভেনেজুয়েলায় কেবল একজনই প্রেসিডেন্ট ; তিনি মাদুরো : ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক চাঁপাই চিত্র পত্রিকা অফিসে ককটেল হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে  একটি স্থানীয় দৈনিক চাঁপাই চিত্র পত্রিকার অফিসে ককটেল হামলা করা হয়েছে।

গতকাল শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে জেলা শহরের পাঠানপাড়া এলাকায় অবস্থিত স্থানীয় পত্রিকা দৈনিক চাঁপাই চিত্র পত্রিকা অফিসে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, খবর পেয়ে রবিবার (৩০ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে পুলিশ।

দৈনিক চাঁপাই চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামাল উদ্দিন বলেন, শনিবার পত্রিকার কাজ শেষ করে সবাই প্রায় রাত সাড়ে ১০টার দিকে বাসায় যাই। পরে নাইটগার্ডের মাধ্যমে মুঠোফোনে ককটেল হামলার বিষয়টি জানতে পেরে পুলিশকে জানাই। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে নিয়ে গেছে।

কে বা কারা কেন এই হামলা করতে পারে, এমন প্রশ্নের উত্তরে পত্রিকাটির সম্পাদক বলেন, আমাদেরকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যেই এই হামলা হয়ে থাকতে পারে। স্থানীয় দৈনিক পত্রিকা হিসেবে আমরা সব ধরনের সংবাদই প্রকাশের চেষ্টা করে আসছি। সংবাদ মূল্য থাকলে আমরা সংবাদ প্রকাশে পিছু পা হই না। সে যেই হোক না কেন। প্রকাশিত কোনো সংবাদে ক্ষুব্ধ হয়ে কেউ ককটেল হামলার মতো ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরা আশা করি, খুব দ্রুত পুলিশ অপরাধীকে খুঁজে বের করতে সক্ষম হবে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) আলমগীর জাহান বলেন, শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এটা যে ককটেল তা অনুমান করা যায়নি। ঘটনাস্থলে বারুদের গন্ধ পাওয়া গেলেও ককটেলের স্পিন্টার ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়নি। আলামত সংগ্রহ করা হয়েছে। আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি।

ওসি আরও বলেন, ককটেল হামলার ঘটনার একদিন আগে পত্রিকাটির সম্পাদক হুমকি দেওয়ার অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। ককটেল হামলার সঙ্গে সেই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে দৈনিক চাঁপাই চিত্র পত্রিকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. কামাল উদ্দীনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠে। কামাল উদ্দিন অভিযোগ করেন, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে কৃষকলীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি মেসবাহুল হক টুটুল মোবাইল ফোনে তাকে হুমকি দেন। ফোনে হুমকি দেওয়ার আগে মেসবাহুল হক টুটুল দলবল নিয়ে পত্রিকা অফিসে এসে সম্পাদকের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পত্রিকার সম্পাদক কামাল উদ্দীন।

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page