অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাল্য বিবাহের বিরুদ্ধে কাজ করে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২২ এর জন্য মনোনীত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কিশোর রেদওয়ান আহমেদ। তাকে এ পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে নেদারল্যান্ড সরকারের পিস রাইটস কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে। রেদওয়ান এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।
শিশুদের জন্য এটি শিশুদের নোবেল পুরস্কার নামে পরিচিত।বিশ্বের ৪৬ টি দেশের ১৭৫ জন শিশুকে এ মনোনয়ন দেওয়া হয়েছে। নেদারল্যান্ডস কিডস রাইটস ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
রেদওয়ান মৌলভীবাজার জেলার বড়লেখার উপজেলার ইটাউরী গ্রামের বাসিন্দা। সে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে। এছাড়াও ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের সাথে জলবায়ু সুবিচার আন্দোলনে কাজ করছে।
Leave a Reply