July 12, 2025, 7:16 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

বরিশালের মিড ডে মিল ; ১০ টাকায় দুপুরের খাবার পাচ্ছে শিক্ষার্থীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালের গৌরনদীতে ১০ টাকায় দুপুরের খাবার পাচ্ছে শিক্ষার্থীরা। ‘চলো আমরা স্কুলে যাই, পড়া শেষে একসঙ্গে দুপুরের খাবার খাই’ এ স্লোগানকে সামনে রেখে ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যে ১০ টাকার টিফিন মিড ডে মিল কার্যক্রম শুরু হয়েছে।

দশ টাকার বিনিময়ে শিক্ষার্থীরা সবজি-ডাল মিশ্রিত খিচুড়ি ও একটি ডিম খেতে পারছে।

গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ কর্মসূচির প্রধান উদ্দেশ্য হচ্ছে- বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো, পুষ্টি চাহিদা পূরণ ও ধনী-গরিব ভুলে মাসে দুদিন সব শিক্ষক ও সহপাঠীরা একসঙ্গে একই ধরনের খাবার খাওয়া।

এর জন্য উপজেলার পিছিয়ে পড়া অল্প সংখ্যক শিক্ষার্থী ও শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি প্রতিষ্ঠানকে রান্নার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস জানান, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের সাফল্য বাংলাদেশের সাফল্য। আসুন আমরা সবাই শিশুদের পাশে দাঁড়াই।

জানা গেছে, যেসব শিক্ষার্থীর ১০ টাকা দেওয়ার সামর্থ্য নেই তাদের কোনো টাকা দিতে হবে না, উপজেলা প্রশাসন বাড়তি খরচ বহন করবে। প্রথমে উপজেলার লক্ষণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ২৭ অক্টোবর ও ০১ নভেম্বর (মঙ্গলবার) ২৮ নম্বর দক্ষিণ চাঁদশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়িত করা হয়। 

আজকের বাংলা তারিখ

July ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  


Our Like Page