মোঃ বাবর আলী বাবু : ঝিনাইদহের মহেশপুরে জাতীয় সংবিধান দিবস উদযাপন উপলক্ষ্যে শুক্রবার সকালে উপজেলার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহেশপুর মহিলা কলেজের প্রভাষক মাহাবুবুর রহমান, মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন লিটন, মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবর আলী বাবু, ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
সভাপতির বক্তব্যে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী বলেন, প্রধানমন্ত্রী তার বাণীতে, সংবিধান প্রণয়নের সুবর্ণজয়ন্তীতে ৪ নভেম্বরকে ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে ঘোষণা আওয়ামী লীগ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের মুক্তি-সংগ্রামের ইতিহাস ও সংবিধানের চেতনা ধারণের জন্য জাতীয় সংবিধান দিবস ও মৌলিক অধিকার সম্পর্কে বিশদ বিবরণ দিয়ে বুঝিয়ে দেন।
Leave a Reply