অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্পেনে সাড়ে প্রায় ৬ কোটি ডলার মূল্যের ৩২ টন গাঁজা জব্দ করা হয়েছে। স্পেনে এই প্রথম এতো পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, পুলিশ ‘গার্ডেন’ নামক এক অভিযানে স্পেনজুড়ে একাধিক খামার ও উৎপাদনকেন্দ্রে অভিযান চালায়। এ সময় নয়জন পুরুষ ও ১১ জন নারীকে গ্রেফতার করা হয়। তাদের বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্যে।
স্পেনের সিভিল গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সদস্যরা গাঁজার সবচেয়ে বড় একটি চালান জব্দ করতে সক্ষম হয়েছেন। চক্রটি গাঁজার গাছ শুকিয়ে প্যাকেজ করে স্পেন, সুইজারল্যান্ড, হল্যান্ড, জার্মানি ও বেলজিয়ামের কিছু অংশে পাঠাতো।
অক্টোবর মাসে টলেডো, সিউদাদ রিয়াল, ভ্যালেন্সিয়া ও আস্তুরিয়াস থেকে এই দলগুলোকে আটক করা হয়েছিল কিন্তু অপারেশনের বিবরণ শনিবার (৫ নভেম্বর) প্রকাশ করা হয়।
চলতি বছরের জুনে বিভিন্ন সময়ে চালানো মাদক বিরোধী অভিযানের কথা উল্লেখ করে স্পেনের শুল্ক সংস্থা জানায়, প্রতি কিলোগ্রাম গাঁজার মূল্য হলো দুই হাজার ২৯০ থেকে দুই হাজার ৪৯০ ডলার।
Leave a Reply