অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন একেবারে নিকটবর্তী হয়ে পড়ার মুহূর্তে দেশটিতে রাজনৈতিক সহিংসতার আশংকা আরো বেড়েছে। নতুন জরিপে দেখা যাচ্ছে- প্রতি ১০ জন মার্কিন নাগরিকের মধ্যে ৯ জন মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার আশংকা করছেন।
সম্ভাব্য রাজনৈতিক সহিংসতার দায় দুই পক্ষের কাঁধেই যাচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক দল এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান দল এজন্য পরস্পরকে দায়ী করছে, তবে তৃতীয় পক্ষ বলছে দুই দলই সমানভাবে দায়ী।
পাঁচ বছর আগে মার্কিন কংগ্রেসের সদস্যরা যতটা হুমকি অনুভব করতে এখন তার চেয়ে সেই হুমকি দশ গুণ বেড়েছে। সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই প্রবণতা বেড়েছে।
সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, মার্কিন নাগরিকরা বিশ্বাস করে যে, দেশের রাজনৈতিক সহিংসতা মাঝেমধ্যে কিংবা সবসময় বৈধতা পেয়েছে।
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলাসির স্বামী পল পেলোসির ওপর হামলার পর এই জরিপ করা হয়। এতে বেশিরভাগ লোক দুঃখ প্রকাশ করে বলেছেন যে, দেশের নিরাপত্তা সংস্থাগুলোকে এত অস্ত্রশস্ত্র দিয়ে সজ্জিত করার পরেও দেশের তৃতীয় প্রধান ব্যক্তির বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি তারা।
Leave a Reply