অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের সামরিক বাহিনী মার্কিন নির্মিত হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া নিয়ন্ত্রিত খেরসন এলাকার কাখোভস্কায়া জলবিদ্যুৎ প্রকল্পে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে জলবিদ্যুৎ প্রকল্পের বাধের একটি গেইট ধ্বংস হয়েছে।
খেরসনের ইমারজেন্সি সার্ভিস রাশিয়ার রিয়া নভোস্তি বার্তা সংস্থাকে এ কথা জানিয়েছে। খেরসন এলাকার একজন কর্মকর্তা জানান, জলবিদ্যুৎ প্রকল্পে ছয়টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়, এর মধ্যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে পাঁচটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের সামরিক বাহিনী এই জলবিদ্যুৎ প্রকল্প ধ্বংসের জন্য এমন কোনো প্রচেষ্টা নেই যা তারা চালায়নি এবং এই প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। পরে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র জলবিদ্যুৎ প্রকল্পের বড় রকমের ক্ষয়ক্ষতি করতে ব্যর্থ হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো অভিযোগ করে আসছিল যে, দিনেপির নদীর তীরে অবস্থিত কাখোভস্কায়া জলবিদ্যুৎ প্রকল্পে হামলা চালানোর চেষ্টা করছে ইউক্রেন।
Leave a Reply