অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘেরসাধারণপরিষদে‘ইউক্রেনেরওপরআগ্রাসনেরক্ষতিপূরণওপ্রতিকার’ শীর্ষকএকটিপ্রস্তাবপাসহয়েছে।যুক্তরাষ্ট্রেরসময়সোমবারএইপ্রস্তাবউপস্থাপনওপাশহয়।প্রস্তাবেআন্তর্জাতিকআইনলঙ্ঘনেরজন্যএবংইউক্রেনেআক্রমণেরফলেসৃষ্টক্ষয়ক্ষতিরজন্যপ্রত্যাবাসনওপ্রতিকারব্যবস্থাতৈরিরজন্যরাশিয়াকেজবাবদিহিকরারআহ্বানজানানোহয়।
এতে সাধারণ পরিষদের ১৯৩টি দেশের মধ্যে ৯৪টি দেশ প্রস্তাবের পক্ষে এবং ১৪টি দেশ বিপক্ষে ভোট দেয়। ভোট দেওয়া থেকে বিরত ছিল ৭৩টি দেশ। ওই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশও।
ভোটাভুটিতে বাংলাদেশ ছাড়াও ভুটান, ব্রাজিল, মিশর, ইন্দোনেশিয়া, ইসরায়েল, নেপাল, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা ভোটদানে বিরত ছিল।
অন্যদিকে, মোট ১৪টি দেশ এদিন রাশিয়ার বিরুদ্ধে আনা এই রেজুলেশনের বিপক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে চীন, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরান, রাশিয়া এবং সিরিয়া।
পাস হওয়া ওই প্রস্তাবে ইউক্রেনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য রাশিয়াকে দায়ী হতে হবে বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। যার মধ্যে আগ্রাসনের মাধ্যমে জাতিসংঘ সনদের লঙ্ঘন, সেইসাথে আন্তর্জাতিক মানবিক আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনসহ রাশিয়াকে অবশ্যই তার আন্তর্জাতিকভাবে অন্যায় কাজের সকল আইনি পরিণতি বহন করতে হবে বলে বলা হয়েছে।
এর মধ্যে হামলার জন্য ক্ষতিপূরণ বহন করা এবং এই ধরনের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট যে কোনও ক্ষয়ক্ষতির দায়িত্বও রাশিয়াকে নিতে হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply