May 1, 2025, 8:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের নবাগত ইউএনও খাদিজা আক্তারকে ফুলের শুভেচ্ছা জানালেন বিদায়ী ইউএনও ইয়াসমিন মনিরা ঝিনাইদহ সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত ; ১০ জন আহত ঝিনাইদহে চাকরী মেলার উদ্বোধন ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে ; বাংলাদেশেরও প্রস্তুতি দরকার : ড. ইউনূস সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা স্টারলিংককে ১০ বছরের জন্য লাইসেন্স দিল বিটিআরসি বিদ্যুৎ সঞ্চালনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গ্রিডের উন্নয়ন প্রয়োজন : এডিবি মানিকগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে পিতা-পুত্র আটক গাজীপুরে ছেলেকে হত্যার পর থানায় পিতার আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

দেশের উপকূলীয় জেলাগুলোয় সাড়ে ৭ লাখ হেক্টর জমি অনাবাদি থাকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের উপকূলীয় জেলাগুলোয় ১০ লাখ হেক্টরের বেশি জমি বিভিন্ন মাত্রার লবণাক্ততায় আক্রান্ত। এর মধ্যে ৭.৫ লাখ হেক্টর জমি বছরের বিভিন্ন সময় অনাবাদি থাকে। এই অনাবাদি জমিতে তেল বীজ উৎপাদন করা সম্ভব হবে বলে সম্প্রতি এক জরিপে এ তথ্য জানা গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের খুলনা আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ফরিদুল হাসান বলেন, দেশের দক্ষিণাঞ্চলের কৃষি বিকাশে লবণাক্ততা একটি বাধা। এ জমিকে চাষের আওতায় আনলে লবণাক্ততার মাত্রা হ্রাস পাবে।

সরকার আগামী তিন বছরের মধ্যে দেশে তেল ফসলের আবাদ বৃদ্ধির মাধ্যমে ভোজ্যতেলের আমদানি ৪০ শতাংশ হ্রাস করার উদ্যোগ গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।

এর অংশ হিসেবে বাগেরহাটে ৩ হাজার ৮’শ ৮০ হেক্টর অনাবাদি পতিত জমি চিহ্নিত করা হয়েছে। দ্রুত এ জমিতে ফসল উৎপাদনে সর্বাত্মক সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে বাগেরহাটের জেলা প্রশাসন। এ ব্যাপারে কৃষি বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষক-কৃষাণীদের সম্পৃক্ত করে কাজ শুরু হয়েছে। এজন্য প্রত্যন্ত গ্রাম পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হচ্ছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান,  এসব জমিতে সূর্যমুখী, তিল, সরিষা, সয়াবিন, চিনাবাদামসহ, ধান, ভুট্টা, গম, জব, বিভিন্ন প্রকার দেশি-বিদেশি ফল ও সবজি চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছি। প্রয়োজনে সার, বীজ ইত্যাদির পাশাপাশি প্রণোদনা সহায়তা করা হবে। সরকারি খাস জমিও প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার ভূমিহীন ও অসচ্ছল কৃষকদের লীজ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আজিজুর রহমান বলেন, জেলা প্রশাসকের নেতৃত্বে আমরা নিয়মিত প্রতিটি উপজেলায় কৃষক সমাবেশ করছি। পতিত জমি যে কোন মূল্যে দ্রুত চাষাবাদের আওতায় আনতে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে সংশিশ্লষ্ঠ সকল কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেয়া হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

May ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page