অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম কাউন্সিলের পর নব-নির্বাচিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুর ১টা ৫ মিনিটে তিনি পুষ্পার্ঘ্য অর্পন করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনিসহ সকল নেতৃবৃন্দ সেখানে বঙ্গবন্ধুসহ ১৫-আগস্টে নিহত এবং মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনা করে এবং দেশ ও জাতির অগ্রগতি কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা মন্ডলীর সদস্য আমীর হোসেন আমু, তোফায়েল আহম্মেদ, ড. মশিউর রহমান, ইউসুফ হোসেন হুমায়ূন, রাজিউদ্দিন আহম্মেদ রাজু, রমেশ চন্দ্র সেন, নূরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান সিরাজ, মহিউদ্দীন খান আলমগীর, ব্যারিস্টার শফিক আহম্মেদ, সতীশ চন্দ্র রায়, আধ্যাপক আব্দুল খালেক, আধ্যাপক আ ফ ম রুহুল হক, কাজী আকরাম উদ্দিন, এ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অনুপন সেন, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্যাহ, ইঞ্জিনীয়ার মোশাররফ হোসেন, পিযুষ কান্তি ভট্টাচার্য্য, ড. মোঃ আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাচান মাহমুদ, মাহবুব-উল হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, মীর্জা আজম, এ্যাভোকেট আফজাল হোসেন, শেখ হেলালউদ্দিন আহমেদ, শেখ সালাউদ্দিন জুয়েল, জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম ও টুঙ্গিপাড়া পৌর-মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টার দিকে তিনি টুঙ্গিপাড়া থানা-সংলগ্ন নিজের একটি জমি পরিদর্শনে যান এবং খোঁজ-খবর নেন। পরে সেখান থেকে তিনি বঙ্গবন্ধু মাজারে যান এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন।
মধ্যাহ্ন বিরতির পর তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে নব-নির্বাচিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ-সভা এবং স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সঙ্গে অংশগ্রহণ করবেন।
Leave a Reply