মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১ কোটি ২৭ লাখ ৭৮ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৭ কেজি ৬৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, তিন লাখ ১৬ হাজার ১৫৭ বোতল ফেনসিডিল, এক লাখ ৮২ হাজার ৯৩২ বোতল বিদেশি মদ, চার হাজার ৬৪ লিটার বাংলা মদ, ৩৭ হাজার ১২৬ ক্যান বিয়ার, ২৮ হাজার ৬৭২ কেজি গাঁজা, ৭২ কেজি ১৫৯ গ্রাম হেরোইন, চার লাখ ৯৮ হাজার ৭৫৪টি নেশা জাতীয় ও উত্তেজক ইনজেকশন, ছয় লাখ ৫৫ হাজার ৯৪০টি এ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট, ৭৬ হাজার ৫৬১টি ইস্কাফ সিরাপ, ১৩ কেজি ৪২৫ গ্রাম আফিম, ৮৪ লাখ ৫৫ হাজার ৫৬২টি বিভিন্ন প্রকার ওষুধ, ১৩ হাজার ৫৬২ বোতল এমকেডিল বা কফিডিল এবং ২৮ লাখ ১০ হাজার ৬৩টি অন্যান্য ট্যাবলেট।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৯৪ কেজি ৯৯৩ গ্রাম স্বর্ণ, ২৭৯ কেজি ১৬২ গ্রাম রূপা, এক লাখ ৫৭ হাজার ৩০৯টি শাড়ি, ৫৯ হাজার ৯৩৯টি থ্রিপিস বা শার্টপিস, ২১ হাজার ৬৮টি তৈরি পোষাক, চার হাজার ১৪১ মিটার থান কাপড়, ২১ লাখ ৫৫ হাজার ৯৪টি কসমেটিক্স সামগ্রী, ৩০ হাজার ৬৯৫ ঘনফুট কাঠ, ৭৩ হাজার ১৭৬ কেজি চা পাতা, ছয় লাখ ২১ হাজার ১৩ কেজি কয়লা, ৩৫ হাজার ২২৩ ঘনফুট পাথর, এক লাখ ২৫ হাজার ৭৫০টি ইমিটেশন গহনা, ৩১টি কষ্টি পাথরের মূর্তি, এক লাখ ৬৯৯ কেজি কারেন্ট জাল, ১৫২ কেজি ৫০০ গ্রাম কচ্ছপের হাড়, ৭৩টি ট্রাক বা কাভার্ড ভ্যান, ৪৪টি প্রাইভেটকার বা মাইক্রোবাস, ১০৬টি পিকআপ, ৩৪০টি সিএনজি বা ইজিবাইক এবং ৮২৪টি মোটরসাইকেল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়ে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪৬টি পিস্তল, নয়টি রাইফেল, পাঁচটি রিভলভার, ৭৯টি সকল প্রকার গান, পাঁচ লাখ ৩৪৫ রাউন্ড গোলাবারুদ, ২৫টি ম্যাগাজিন, ২৪টি মর্টার শেল, একটি আর্টিলারি বা রকেট শেল বা বোম্ব, ২০টি ককটেল, ৪৫টি শিশা বা শিশা বল, ৫১টি খালি খোসা এবং ৯৯৯ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু।
বিজিবি জানায়, সীমান্তে অভিযানে ২০২২ সালে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে দুই হাজার, ৯৫৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে দুই হাজার ৮৫ জন বাংলাদেশি নাগরিক ও ১১৭ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
২০২১ সালে বিজিবি এক হাজার ৭৩ কোটি টাকা দামের চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছিল। সেই হিসেবে ২০২২ সালে প্রায় ৫০০ কোটি টাকা দামের বেশি চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে বলেও জানায় বিজিবি।
Leave a Reply