অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানে সাবেক এক নারী সংসদ সদস্য মুরসাল নবীজাদা ও তার দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির রাজধানী কাবুলে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় রবিবার (১৫ জানুয়ারি) এ হামলা চালানো হয়।
জানা গেছে, নিহত নারী সংসদ সদস্যের নাম মুরসাল নবীজাদা। তার বয়স ৩২ বছর। ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর যে কয়জন নারী আইনপ্রণেতা কাবুলে থাকছেন তার মধ্যে তিনি একজন ছিলেন। সাবেক সহকর্মীরা নবীজাদাকে ‘আফগানিস্তানের জন্য নির্ভীক চ্যাম্পিয়ন’ হিসেবে প্রশংসা করেছিলেন। এর আগে দেশ ছাড়ার সুযোগও প্রত্যাখ্যান করেন তিনি।
স্থানীয় পুলিশ প্রধান মৌলভি হামিদুল্লাহ খালিদ জানিয়েছেন, রোববার বিকেল ৩টার দিকে সাবেক ওই আফগান আইনপ্রণেতাকে গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটে। তিনি বলেন, নবীজাদার ভাই ও দ্বিতীয় নিরাপত্তারক্ষী আহত হয়েছেন এবং তৃতীয় নিরাপত্তারক্ষী টাকা ও গয়না নিয়ে পালিয়ে গেছে।
সাবেক সংসদ সদস্য মরিয়ম সোলাইমানখিল টুইটারে লিখেছেন, নবীজাদা ছিলেন ‘আফগানিস্তানের জন্য নির্ভীক চ্যাম্পিয়ন। একজন সত্যিকারের পথনির্দেশক- শক্তিশালী, স্পষ্টভাষী নারী যিনি বিপদের মুখেও নিজে যা বিশ্বাস করেছিলেন তার পক্ষেই দাঁড়িয়েছিলেন।’
আফগানিস্তান ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া সত্ত্বেও তিনি তার জনগণের পাশে থাকা ও লড়াই করার পথ বেছে নিয়েছিলেন।
Leave a Reply