অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ তার দেশের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নিতে চায় না যাতে ইউরোপকে চড়া মূল্য দিতে হয়।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করার ক্ষেত্রে আইনগত বাধা আছে বলে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল ঘোষণা করার পর আমির-আব্দুল্লাহিয়ান এ মন্তব্য করলেন।
বোরেল গতকাল (সোমবার) ব্রাসেলসে ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে বলেন, আইআরজিসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে বিষয়টির আইনি বৈধতার জন্য আদালতের নির্দেশ প্রয়োজন।
এ সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ’র এমন কোনো পদক্ষেপ নেয়া উচিত হবে না যার ফলে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তাদেরকে চড়া মূল্য দিতে হয়। আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ইইউ’র সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সংলাপ, আলোচনা ও ইতিবাচক যোগাযোগকে সর্বোত্তম পন্থা মনে করে ইরান। কিন্তু প্রতিপক্ষ যদি ভিন্ন কোনো পথে হাঁটতে চায় তবে তেহরানও পাল্টা পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
ইউরোপীয় পার্লামেন্ট গত বুধবার একটি বিল পাস করে আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠনগুলোর কালো তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এবং এর সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানায়। এরপর বৃহস্পতিবার ওই পার্লামেন্ট আরেকটি প্রস্তাব পাস করে তেহরানের ওপর আরো বেশি নিষেধাজ্ঞা আরোপের জন্য ইইউ’র প্রতি আহ্বান জানায়।
এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এর আগে হুমকি দিয়েছিলেন, ইউরোপীয় রাজনৈতিক নেতারা তাদের আচরণ সংশোধন এবং তাদের কর্মপন্থা পরিবর্তন না করলে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যেকোনো কিছু ঘটে যেতে পারে। তিনি এসব রাজনীতিবিদকে ‘কূটনীতিতে অনভিজ্ঞ’ বলে বর্ণনা করেছিলেন।
Leave a Reply