অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তেহরানস্থ আজাবাইজান দূতাবাসে শুক্রবার সকালে এক বন্দুকধারীর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, শত্রুদেরকে এই ঘটনার অপব্যবহার করতে দেয়া যাবে না। এটি কোনো সন্ত্রাসী হামলা ছিল না বলেও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি শুক্রবার আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামোভের সঙ্গে এক টেলিফোনালাপে এসব কথা বলেন।
শুক্রবার সকালের ওই হামলায় দূতাবাসের নিরাপত্তা প্রধান নিহত ও অপর দুই রক্ষী আহত হয়েছেন।নিহত ব্যক্তি আজারবাইজানের নাগরিক।এছাড়া, ঘাতক ইরানি নাগরিক হলেও তিনি বিয়ে করেছেন আজারবাইজানে।
টেলিফোনালাপে আমির-আব্দুল্লাহিয়ান অজারি পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, দু’দেশের নিরাপত্তা সংস্থাগুলো এ ঘটনার তদন্ত করে আসল রহস্য বর করতে সক্ষম হবে।
আমির-আব্দুল্লাহিয়ান হামলায় আহত দুই রক্ষীর শারিরীক অবস্থা দেখতে শুক্রবার হাসপাতালে যান। এরপর তেহরানে নিযুক্ত অজারি রাষ্ট্রদূতের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের নিরাপত্তা সংস্থাগুলো প্রথমে ধারনা করেছিল এটি একটি সন্ত্রাসী হামলা। কিন্তু আটক বন্দুকধারী জানিয়েছে, ব্যক্তিগত কারণে সে ওই হামলা চালিয়েছে।
তেহরান ফৌজদারি আদালতের প্রধান মোহাম্মাদ শাহরিয়ারি বলেছেন, ঘাতক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তার স্ত্রী ১০ মাস আগে আজারবাইজান দূতাবাসে প্রবেশ করেছে এবং আজ পর্যন্ত সেখান থেকে বের হয়নি। বিগত ১০ মাসে অসংখ্যবার তিনি ওই দূতবাসে ধর্ণা দিয়েছেন কিন্তু দূতাবাসের পক্ষ থেকে নিজের স্ত্রী সম্পর্কে কোনো সদুত্তর তিনি পাননি। এ কারণে শুক্রবার বলপ্রয়োগ করে স্ত্রীর সন্ধান পেতে চেয়েছিলেন তিনি।
Leave a Reply