অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেছেন: ইরানের প্রেসিডেন্টের চীন সফরের মধ্য দিয়ে দু’দেশের মধ্যে কৌশলগত সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
বিগত বছরগুলোতে ইরান এবং চীন তিনটি ক্ষেত্রে দ্বেপক্ষীয় সম্পর্ক ব্যাপক প্রসারিত করেছে। ক্ষেত্রগুলো হলো আর্থ-রাজনৈতিক,নিরাপত্তা-প্রতিরক্ষা এবং কৌশলগত-ভূ-রাজনৈতিক। চীনা রাষ্ট্রদূত চং হুয়া বলেন: এইসব প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দু’দেশের মধ্যে ২৫ বছরের কৌশলগত চুক্তি স্বাক্ষর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি তাই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাষ্ট্রীয় আমন্ত্রণে গত মঙ্গলবার বেইজিং সফর করেন বলে জানান চং হুয়া। তিনি একটি নোটে লিখেছেন, এই সফর চীন ও ইরানের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে কার্যকরভাবে একটি নয়া স্তরে উন্নীত করবে। দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও প্রেসিডেন্ট রায়িসির চীন সফর শক্তিশালী উদ্দীপনা সৃষ্টি করাসহ নতুন এক অধ্যায়ের সূচনা করবে।#
Leave a Reply