অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদনের পরিমাণ আবার নিষেধাজ্ঞা পূর্ববর্তী অবস্থায় ফিরেছে। ফেব্রুয়ারি মাসে রুশ তেল কোম্পানিগুলো গড়ে তাদের তেলের উৎপাদন বাড়িয়েছে শতকরা দুই ভাগ। এর ফলে রাশিয়ার তেল কোম্পানিগুলো প্রতিদিন ১০ লাখ ৫০ হাজার টন বেশি তেল উৎপাদন করতে সক্ষম হচ্ছে। রাশিয়ার দৈনিক কোমেরসান্ত পত্রিকা এ খবর দিয়েছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা নিষেধাজ্ঞা আরোপ করলে রাশিয়ার তেল উৎপাদন কিছুটা কমে যায়। তবে আন্তর্জাতিক বাজারের চেয়ে কম দামে তেল বিক্রি করার কৌশল নেয়ার কারণে এশিয়ায় রাশিয়ার তেলের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। এই চাহিদা পূরণ করতে গিয়ে এখন রাশিয়ার উৎপাদন বাড়াতে হচ্ছে।
আন্তর্জাতিক এনার্জি এজেন্সি বা আইইএ রিপোর্ট অনুসারে, নিষেধাজ্ঞা আরোপ এবং তেলের মূল্য নির্ধারণ করে দেয়া সত্ত্বেও রাশিয়া তেল উৎপাদনের ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে ভালো কিছু করছে।
সংস্থার তেল শিল্প এবং মার্কেট ডিভিশনের প্রধান টোরিল বসনি চলতি মাসের প্রথম দিকে বলেছিলেন, আগে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বেশিরভাগ তেল রপ্তানি করত, এশিয়ার বাজারে সেই তেল পাঠানোর মাধ্যমে রাশিয়া তার তেল উৎপাদন আবার আগের জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছে।
Leave a Reply