অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় সাত তলা ভবনে বিস্ফোরণ স্বাভাবিক নয়, এটি একটি শক্তিশালী বিস্ফোরণ। এটি গ্যাস লিকেজের কারণে হয়ে থাকতে পারে, কিংবা অন্য কোনোভাবে বিস্ফোরণ ঘটতে পারে।
বুধবার (৮ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান মেজর মশিউর রহমান।
তিনি বলেন, ‘আমাদের র্যাবের ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট এখানে উপস্থিত আছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও রাজউকের বিশেষজ্ঞরা আছেন। আমরা সবাই সমন্বয় করে কাজ করছি।’
মেজর মশিউর বলেন, ‘আমরা এখান থেকে স্যাম্পল কালেকশন করেছি। তা পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছি। ঘটনাটা নিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছি এখানে কী ধরনের বিস্ফোরণ হয়েছে। আদৌ গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে নাকি অন্য কোনো কিছু জড়িত, তাও জানার চেষ্টা করছি।’
র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান বলেন, ‘ভবনের ভেতরে কেউ আটকা পড়েছে কিনা, তা জানার জন্য আমাদের র্যাবের ডগ স্কোয়াড টিম ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। যদি কেউ থেকে থাকে, জীবিত অথবা মৃত, তাহলে তাদের বের করে আনার জন্য ডগ স্কোয়াড টিম এবং ফায়ার সার্ভিসের বাহিনী সহায়তা করবে।’
এর আড়ে গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। আহতদের মধ্যে অন্তত ২০ জন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।