ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের ঐতিহ্যবাহি হরিণাকুণ্ডু প্রেসক্লাবের পুরাতন কমিটির মেয়াদ শেষ হওয়ায় পুরাতন কমিটি বিলুপ্তি করে বার্ষিকী কমিটি গঠিত হয়েছে। প্রেসক্লাবের সহ-সভাপতি বিপ্লব হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুদিপ্ত সালামের সঞ্চালনায় বুধবার (২৯ মার্চ) বিকালে চিলি প্যালেস রেস্টুরেন্টের এক সম্মেলন কক্ষে নীতি-নির্ধাকের পূর্ণাঙ্গ কমিটির নির্ধারিত সভায় সকলের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠিত হয়। এতে সভায় সর্বস্মতিক্রমে দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি মো: সুদিপ্ত সালাম-কে সভাপতি ও দৈনিক আমাদের সময় ও আনন্দ টিভির ঝিনাইদহ প্রতিনিধি মো: জাফিরুল ইসলাম-কে সাধারণ সম্পাদক এবং দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি এম.টুকু মাহমুদ-কে অতিরিক্ত সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩০ সদস্য বিশিষ্ট্য একটি কমিটি গঠন করে ১ বছর মেয়াদী নির্ধারণ করা হয়েছে।
এতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে,ইমদাদুল হক বিশ্বাস, ( দৈনিক বাংলাদেশের আলো) সহ-সভাপতি হিসেবে, রাব্বুল হোসেন ( সব পাঠকের কাগজ দৈনিক দেশের কন্ঠ) সহ-সহভাপতি: সাইফুর রহমান বাদল, স্টাফ রির্পোটার দৈনিক সময়ের কাগজ,সহ- সভাপতি: মামুনুর রশিদ টিটন ( যায়যায়দিন), সহ-সভাপতি: আবুল কালাম আজাদ,সহ-সভাপতি: ইকতিয়ার উদ্দীন ( দৈনিক শ্যামবাজার),সহ-সভাপতি: মোঃ বিপ্লব হোসেন ( দৈনিক গ্রামের কন্ঠ), আনিচুর রহমান লিটন( দৈনিক জবাবদিহি),
যুগ্ম সাধারণ সম্পাদক: সোহরাব আলী ( দৈনিক সময়ের সমীকরণ ),যুগ্ম সাধারণ সম্পাদক: তৈয়বুর রহমান ( সাপ্তাহিক সীমান্তবাণী), যুগ্ম সাধারণ সম্পাদক: স্বাধীন আহমেদ ( দৈনিক বাংলাদেশের আলো),যুগ্ম সাধারণ সম্পাদক: শরিফ জাহান চাঁদ, সাংগঠনিক সম্পাদক: জাভেদ হাসান আক্তার, দপ্তর সম্পাদক: তুষার হাবিব,প্রচার সম্পাদক: রাজন মিয়া,
অর্থ সম্পাদক: আব্বাস আলী,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, বনি আহমেদ,আইসিটি সম্পাদক, মোস্তাফিজুর রহমান টুটুল,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, শাহাদত হোসেন, নির্বাহী সদস্য: মোঃ আশিকুজ্জামান, নির্বাহী সদস্য: আবদুল্লাহ আল মামুন,নির্বাহী সদস্য: মোঃ জামিরুল ইসলাম,নির্বাহী সদস্য: আবুল কালাম আজাদ,নির্বাহী সদস্য: ইমারুল ইসলাম,নির্বাহী সদস্য: মাহবুবুর রশিদ টুলু।
এছাড়াও কমিটিতে সকলের সর্বসম্মতিক্রমে উপদেষ্টামন্ডলী হিসাবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম বাবু মিয়া- প্রকাশক, ঝিনাইদহ সংবাদ,আবুল কালাম আজাদ জেলা প্রতিনিধি দৈনিক বাংলার নবকণ্ঠ।
উল্লেখ্য প্রেসক্লাব এর সাংবাদিকদের মান উন্নয়নে নেতৃবৃন্দ নানা দিক ফলপ্রসূ আলোচনা করেন।
Leave a Reply