অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, গত সপ্তাহে সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটির ওপর ড্রোন হামলায় বেশ কয়েকজন সেনা ট্রমাটিক ব্রেইন ইনজুরির শিকার হয়েছে। গত ২৪ মার্চ সিরিয়ার প্রতিরোধকামী যোদ্ধারা মার্কিন বাহিনীর দখলদারিত্ব অবসানের লক্ষ্যে দেশের পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায়।
পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার গতকাল (বৃহস্পতিবার) জানান, ক্ষেপণাস্ত্র হামলার ফলে চারজন মার্কিন সেনা ট্রমাটিক ব্রেইন ইনজুরিতে ভুগছেন। এছাড়া, হামলার সময় মিশন সাপোর্ট সাইট গ্রিন ভিলেজে আরও দুই সেনা আহত হয়েছিল। গতকাল প্যাট রাইডার এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান।
রাইডারের দেয়া তথ্য অনুসারে, সিরিয়ায় গত সপ্তাহের হামলায় মোট ১২ জন সেনা আহত হওয়ার কথা নিশ্চিত হলো। হাসাকা সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় একজন মিলিটারি ঠিকাদার নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর নীতি অনুসারে কোনো প্রতিরোধগামী সংগঠনের যোদ্ধাদের হামলায় মার্কিন সেনা হতাহত হলে তা সাধারণত স্বীকার করা হয় না বরং তাদেরকে ব্রেইন ইনজুরির শিকার করে চালিয়ে দেয়া হয়।
Leave a Reply