অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ট্রিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষণ দেয়ার প্রতিবাদে অস্ট্রিয়ার রুশপন্থী ফ্রিডম পার্টির ২০ জনের বেশি আইনপ্রণেতা ওয়াক আউট করেছেন।
ফ্রিডম পার্টির এসব রাজনীতিবিদ অভিযোগ করেছেন, এ ভাষণের সুযোগ দেয়ার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন সংঘাতে অস্ট্রিয়ার নিরপেক্ষ অবস্থান ক্ষুন্ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জেলেনস্কি ইউক্রেন থেকে ভিডিও লিংকের মাধ্যমে অস্ট্রিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষে ভাষণ দেন। ভাষণে তিনি মানবিক সাহায্য পাঠানো ও স্থলমাইন পরিষ্কার করার ব্যাপারে সাহায্য করার জন্য অস্ট্রিয়াকে ধন্যবাদ জানান।
তবে জেলেনস্কি ভাষণ দেয়ার আগে প্রতিবাদী কয়েকজন সংসদ সদস্য সতর্ক করেন যে, ইউক্রেনের প্রেসিডেন্ট যদি জাতীয় সংসদের নিম্নকক্ষে ভাষণ দেন তাহলে তারা যেভাবেই হোক বিক্ষোভ করবেন।
অস্ট্রিয়া প্রথম থেকে বলে আসছে তারা রাশিয়া-ইউক্রেন চলমান সংঘাতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চায়। এজন্য দেশটি এই পর্যন্ত ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া থেকে বিরত থেকেছে এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে কোনো অস্ত্র দেয়নি।
গতকালের প্রতিবাদ সম্পর্কে ফ্রিডম পার্টির নেতা হারবার্ট কিক্ল বলেন, চলমান সংঘাতে অস্ট্রিয়া শুরু থেকেই নিরপেক্ষ অবস্থান বজায় রেখে এসেছে কিন্তু আজকে প্রেসিডেন্ট জেলেনস্কির ভাষণের বিরুদ্ধে প্রতিবাদের সময় শুধুমাত্র ফ্রিডম পার্টির এমপিদের পাওয়া গেল, এখানে অন্য কেউ নেই।
Leave a Reply