January 28, 2026, 8:43 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ধানের র্শীষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীর উপর জামায়াত কর্মীর হামলা যশোরের স্ক্যান হসপিটাল নাকের হাড় অস্ত্রোপচার করাতে গিয়ে মহেশপুরের রোগীর মৃত্যু ব্যাংক খাতের ধ্বস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে : পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি : বিএনপির মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আরও এক মাস বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময় নিজেদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌনে ১২ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সিনিয়র সহকারী সচিব কারাগারে চুয়াডাঙ্গায় এক মঞ্চে উপস্থিত হয়ে ‘অঙ্গীকারনামায়’ স্বাক্ষর করলেন সব প্রার্থী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ : মার্কিন সশস্ত্র বাহিনীর প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লক্ষ্য অর্জন করার সম্ভবনা খুবই ক্ষীণ। মার্কিন গণমাধ্যম ‘ডিফেন্স ওয়ান’কে শুক্রবার দেয়া এক সাক্ষাৎ করে জেনারেল মিলি এই মন্তব্য করেন।

মার্কিন সেনাপ্রধান বলেন, ইউক্রেন তার ভূখণ্ড থেকে রাশিয়ার সমস্ত সেনা তাড়িয়ে দেয়ার যে লক্ষ্য ঠিক করেছে তা এই বছরে অর্জন করার সম্ভাবনা তিনি দেখছেন না।

আসন্ন বসন্তে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বলে কিয়েভ ঘোষণা করার পর জেনারেল মার্ক মিলি এই মন্তব্য করলেন। তিনি বলেন, রাশিয়ার সেনাদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করার জন্য ইউক্রেনের হাতে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র নেই।

জেনারেল মার্ক মিলি বলেন, তিনি বিশ্বাস করেন না যে, ইউক্রেনের সেনারা রাশিয়ার সেনাদেরকে ইউক্রেনের মস্কো-প্রভাবিত পূর্বাঞ্চল থেকে বের করে দিতে সক্ষম হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি বলেছেন, অধিকৃত অঞ্চল থেকে প্রতিটি রুশ সেনাকে বহিষ্কার করা হবে। এ বক্তব্যের জবাবে মার্ক মিলি বলেন, এটি হবে গুরুত্বপূর্ণ সামরিক অভিযান যা অত্যন্ত কঠিন একটি কাজ। তিনি সুস্পষ্ট করে বলেন, “আমি মনে করি না চলতি বছরে ইউক্রেন এই লক্ষ্য অর্জন করতে পারবে।”

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page