অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান
ধর্মের সহনশীলতার দিকগুলো প্রচার করার আহ্বান জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ধর্মীয় সংঘাত ঘটে।’ বুধবার (৫ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। পদ্মা সেতু, কর্ণফুলি টানেল দেশের অর্থনীতিকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতা যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য সমাজে ধর্মীয় সম্প্রীতির প্রয়োজন আছে।’
তিনি আরও বলেন, ‘ধর্মীয় পরিচয় ব্যতিরেকে আমরা বাঙালি। ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়তে সবাইকে কাজ করতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এবং সংসদ সদস্য (নারায়ণগঞ্জ -৫) এ. কে. এম. সেলিম ওসমান সংক্ষিপ্ত বক্তব্যে আলেমদের পাশাপাশি আইন-শৃঙ্খলায় দায়িত্বরতদের তৎপরতা জরুরি বলে জানান।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাকিব আল রাব্বি, উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাওয়ান উল ইসলাম, তথ্য অফিসার মো. কামরুজ্জামান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক জামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply