অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকিমূলক বক্তব্যের জবাবে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য পবিত্র আল-আকসা মসজিদ রক্ষার ব্যাপারে ফিলিস্তিনিদের অঙ্গীকারে কোনো দুর্বলতা আনতে পারবে না।
গতকাল (সোমবার) হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে একথা বলেছেন। তিনি বলেন, “যুদ্ধবাজ নেতানিয়াহুর বক্তব্য আমাদের ফিলিস্তিনি জনগণকে ভীত করতে পারবে না। শত্রুরা যে ধর্মযুদ্ধ চাপিয়ে দিয়েছে তার মোকাবেলায় ফিলিস্তিনিরা পবিত্র আল আকসা মসজিদের পরিচিতি ও মর্যাদা অক্ষুন্ন রাখার জন্য লড়াই অব্যাহত রাখবে।”
গতকাল ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, হামাসের রকেট হামলার জবাবে ইসরাইলের সামরিক বাহিনী গাজার ওপর ৫০ টন বোমা ফেলেছে। এছাড়া, লেবানন থেকে ইসরাইলের ওপর যে রকেট হামলা হয়েছে তার পেছনেও হামাস রয়েছে বলে নেতানিয়াহু অভিযোগ করেন। তিনি বলেন, ইসরাইলি সেনারা কোনভাবেই হামাসকে লেবাননে নতুন ফ্রন্ট খুলতে দেবে না।
এর পাশাপাশি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী আরো দাবি করেন, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনারা কয়েকশ অভিযান ব্যর্থ করে দিয়েছে। তিনি বলেন, ইসরাইল সরকার প্রতিরোধকামীদের মোকাবেলায় যেকোন জায়গায় পৌঁছাতে পারে।
এসব বক্তব্যের জবাবে হামাস মুখপাত্র হাজেম কাসেম বলেন, নেতানিয়াহু বাস্তবতাকে মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করছেন। তিনি পরিষ্কার করে বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যত উত্তেজনা তার মূল কারণ হচ্ছে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব।
Leave a Reply