অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রকে ৫ লাখ ১৫৫এমএম কামানের গোলা ধার দিতে দক্ষিণ কোরিয়া একটি সমঝোতায় পৌঁছেছে। বুধবার দক্ষিণ কোরিয়ার একটি দৈনিক পত্রিকা এ খবর জানিয়েছে। এই চুক্তির ফলে ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ করা যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে।
অজ্ঞাত সরকারি সূত্রকে উদ্ধৃত করে দক্ষিণ কোরীয় পত্রিকাটি লিখেছে, বিক্রির বদলে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রকে কামানের গোলা ধার দিতে রাজি হয়েছে। এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধে দক্ষিণ কোরীয় গোলা ব্যবহারের সম্ভাবনা কমিয়ে আনার চেষ্টা করেছে সিউল।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলো ইউক্রেনকে সহযোগিতার বিভিন্ন উপায় খুঁজছে। কিন্তু যুক্তরাষ্ট্রকে ধারে গোলা দেওয়ার চুক্তির বিষয়ে নির্দিষ্ট কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
এই বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রের অতি গোপন সামরিক নথি ফাঁসের পর এই চুক্তির খবর সামনে আসলো। ফাঁস হওয়া নথিতে ইঙ্গিত পাওয়া গেছে, ইউক্রেনে সামরিক সরঞ্জাম সরবরাহে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের চাপ মোকাবিলায় কঠিন পরিস্থিতিতে পড়েছে দক্ষিণ কোরিয়া।
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ও কামানের গোলার একটি বড় উৎপাদনকারী দেশ দক্ষিণ কোরিয়া বলে আসছে, তারা ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র পাঠাবে না। এক্ষেত্রে তারা নিজেদের নিরাপত্তা পরিস্থিতি ও দক্ষিণ কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির কথা উল্লেখ করেছে।
কোরীয় পত্রিকাটি লিখেছে, ধারে দেওয়া এসব গোলা মূলত যুক্তরাষ্ট্র নিজেদের মজুতের শূন্যতা পূরণে কাজে লাগাবে।
গত বছর দক্ষিণ কোরিয়ার কাছ থেকে ১ লাখ গোলা কিনেছিল যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারিতেও দেশটি একই পরিমাণ গোলা কিনতে আগ্রহ প্রকাশ করে। কিন্তু দক্ষিণ কোরীয় সরকার যুক্তরাষ্ট্রকে গোলাবারুদ সরবরাহের ভিন্ন উপায় খুঁজতে থাকে।
পত্রিকাটির প্রতিবেদনে ধারের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। তবে ওয়াশিংটন ও সিউল উভয়েই নিশ্চিত করেছে তারা কামানের গোলা সরবরাহ চুক্তি আলোচনা করছে। অবশ্য চুক্তি চূড়ান্ত হয়েছে বলে কোনও পক্ষ নিশ্চিত করেনি। পত্রিকাটি বলছে, গত মাসে এই চুক্তি চূড়ান্ত হয়েছে। সূত্র: রয়টার্স
Leave a Reply