অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শরীয়তপুরের ডামুড্যার বিভিন্ন পরিবহন থেকে প্রতিদিন ৫০ টাকা আর নতুন কোনো গাড়ি রাস্তায় নামালে ৫০ হাজার টাকা দিতে হয় উপজেলা শ্রমিক লীগের সভাপতি কালাম চৌকিদারকে। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (১২ এপ্রিল) তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি সিএনজি উদ্ধার করা হয়। পরে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
ডামুড্যা থানা সূত্র জানায়, কামাল চৌকিদার দীর্ঘদিন ধরে উপজেলা সদরে বিভিন্ন পরিবহন থেকে প্রতিদিন ৫০ টাকা করে চাঁদা তুলতেন। এছাড়া নতুন কোনো গাড়ি চলাচল করলে তাকে ৫০ হাজার করে টাকা দিতে হতো। টাকা না দিলে সে গাড়ি ধরে নিয়ে এসে তার লোকজন দিয়ে চালিয়ে টাকা উঠিয়ে নিতেন।
ডামুড্যা থানা জানায়, বুধবার সকালে জুলফিকার সরদার নামে একজন থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে কালাম চৌকিদারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আরেক অভিযুক্ত আসামি তার ভাই রাজা চৌকিদার, তাদের সহযোগী সেন্টু কোতোয়ালকেও আটক করা হয়। বিকেলে তাকে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। আদালতের বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

কামাল চৌকিদারের আটককৃত সহযোগীরা
উপজেলার ছাতিয়াানি গ্রামের জুলফিকার সরদারের ছেলে মোহাম্মদ হাসান চট্টগ্রামে অটোরিকশা চালাতেন। সম্প্রতি তিনি ওই সিএনজি নিয়ে গ্রামে চলে আসেন ডামুড্যা-শরীয়তপুর সড়কে চালানোর জন্য। তখন তার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি কামাল চৌকিদার। তবে অটোরিকশাচালক হাসান তাকে ৫ হাজার টাকা দিতে রাজি হন। কিন্তু তাতে রাজি হননি কামাল চৌকিদার। ঘটনাটি নিয়ে হাসানের ওপর ক্ষুব্ধ হন কামাল।
৯ এপ্রিল হাসান অটোরিকশা নিয়ে ডামুড্যা বাস স্ট্যান্ডে এলে কামাল তা ছিনিয়ে নেন। হাসান ও তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের স্থানীয় বিভিন্ন নেতাদের কাছে ধরনা দিয়েও অটোরিকশা ফেরত পাননি। বুধবার সকালে হাসানের বাবা জুলফিকার সরদার ডামুড্যা থানায় একটি চাঁদাবাজির মামলা করেন।
শরীয়তপুর জেলা শ্রমিক লীগের সভাপতি ওয়াদুদ সরদার বলেন, ‘আমাদের সংগঠনে কোনো চাঁদাবাজের জায়গা নেই। দোষী প্রমাণ হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।’
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম বলেন, ‘কালাম চৌকিদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাছে আসছিল। আমরা ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করি। কামালের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের আরও ৯টি মামলা রয়েছে।’