অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান ও অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিন বলেছেন, মধ্যপ্রাচ্য ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে জঙ্গিবাদে অর্থায়নের জন্য টাকা এসেছে। জঙ্গিদের পেছনে অর্থের জোগানদাতাদের খুঁজে বের করতে কাজ চলছে।
তিনি বলেন, এজন্য আইন সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। যাতে মানি লন্ডারিংয়ের অভিযোগ পুলিশের এটিইউ এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) তদন্ত করতে পারে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে রাজশাহীতে ‘জঙ্গিবাদ দমনে বিট ও কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা ও কৌশল’ বিষয়ক এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এটিইউ প্রধান।
অতিরিক্ত আইজিপি রুহুল আমিন বলেন, বিদ্যমান আইন অনুযায়ী এ ধরনের অভিযোগগুলো কেবল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করে। কিন্তু জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করা পুলিশের বিশেষায়িত ইউনিট এটিইউ এবং সিটিটিসি আইনের সংশোধন চায়।
তিনি আরও বলেন, জঙ্গিবাদ নিয়ে কখনো তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ নেই। জঙ্গিরা সবসময় চাইবেই আমাদের আউট স্মার্ট করার জন্য। আমাদেরও চেষ্টা থাকবে যাতে তারা আমাদের আউট স্মার্ট না করতে পারে। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।
কর্মশালায় বক্তব্য রাখেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও আরএমপি কমিশনার আনিসুর রহমান।
পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।