January 28, 2026, 1:08 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ধানের র্শীষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীর উপর জামায়াত কর্মীর হামলা যশোরের স্ক্যান হসপিটাল নাকের হাড় অস্ত্রোপচার করাতে গিয়ে মহেশপুরের রোগীর মৃত্যু ব্যাংক খাতের ধ্বস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে : পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি : বিএনপির মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আরও এক মাস বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময় নিজেদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌনে ১২ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সিনিয়র সহকারী সচিব কারাগারে চুয়াডাঙ্গায় এক মঞ্চে উপস্থিত হয়ে ‘অঙ্গীকারনামায়’ স্বাক্ষর করলেন সব প্রার্থী
এইমাত্রপাওয়াঃ

বাবাকে বিদায় দিতে গিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুরে বাবাকে বিদায় দিতে গিয়ে বাড়ি ফেরা হলো না ছেলে গোলাম রসুলের। রোববার রাতে তার বাবাকে কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে রেখে বাড়ি ফেরার পথে উপজেলার বকশিপুর গ্রামে কাছে পৌঁছালে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ওই মাদ্রাসা ছাত্রের।

নিহত গোলাম রসুল উপজেলার জগদ্বিশপুর গ্রামের মোস্তফার ছেলে। সে গুড় পাড়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।

কোটচাঁদপুর এলাকার শহিদুল ইসলাম জানান, গোলাম রসুলের বাবা রবিবার রাতে সিংগাপুরে যাবেন। রাতেই তার ফ্লাইট ছিল। এজন্য ছেলের সঙ্গে করে ঢাকার উদ্দ্যেশে কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে যান। বাবাকে মোটরসাইকেলে করে রেখে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এসময় তার অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য যশোর নেয়ার পথেই তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.শারমিন আক্তার জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গোলাম রসুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে যশোরে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

কোটচাঁদপুর মডেল থানা পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক শাহ্ মোহাম্মদ আজিজ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page