এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুরে বাবাকে বিদায় দিতে গিয়ে বাড়ি ফেরা হলো না ছেলে গোলাম রসুলের। রোববার রাতে তার বাবাকে কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে রেখে বাড়ি ফেরার পথে উপজেলার বকশিপুর গ্রামে কাছে পৌঁছালে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ওই মাদ্রাসা ছাত্রের।
নিহত গোলাম রসুল উপজেলার জগদ্বিশপুর গ্রামের মোস্তফার ছেলে। সে গুড় পাড়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।
কোটচাঁদপুর এলাকার শহিদুল ইসলাম জানান, গোলাম রসুলের বাবা রবিবার রাতে সিংগাপুরে যাবেন। রাতেই তার ফ্লাইট ছিল। এজন্য ছেলের সঙ্গে করে ঢাকার উদ্দ্যেশে কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে যান। বাবাকে মোটরসাইকেলে করে রেখে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এসময় তার অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য যশোর নেয়ার পথেই তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.শারমিন আক্তার জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গোলাম রসুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে যশোরে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
কোটচাঁদপুর মডেল থানা পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক শাহ্ মোহাম্মদ আজিজ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Leave a Reply