অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শান্তিপূর্ণভােেব আজ ইভিএম মেশিনের মাধ্যমে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ।
সরোজমিনে দেখাগেছে, এবারের বিসিসি নির্বাচনে ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় একযোগে এ ভোট গ্রহণ শুরু হয়েছে। নগরীতে ভোটার সংখ্যা প্রায় ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এ নির্বাচনে পৃথক প্রতীক নিয়ে মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন ৭ জন।
এরা হলো বাংলাদেশে আওয়ামী লীগ মনোনীত (নৌকা মার্কা) মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল) পদপ্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত (হাতপাখা) মেয়র পদপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই, জাকের পার্টি মনোনীত (গোলাপ ফুল) মেয়র পদপ্রার্থী মো. মিজানুর রহমান বাচ্চু। এছাড়া, স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী (হাতি মার্কা) সাংবাদিক মো. আসাদুজ্জামান, স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী (টেবিল ঘড়ি) কামরুল আহসান রুপন, স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী (হরিন মার্কা) মো. আলী হোসেন হাওলাদার।
এছাড়াও, নগরীর ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১৮ জন ও ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪২ জন। সর্বমোট মেয়রসহ ১৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
এদিকে, আজ সোমবার সকাল থেকে ভোট গ্রহণ শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যার মধ্যে নতুন (নবাগত) ও নারী ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। একইসাথে কেন্দ্রগুলোতে সুশৃঙ্খল ও শান্তিপূর্র্ণভাবে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।
এ বিষয়ে নগরীর ১৭নং ওয়ার্ডের সরকারী মহিলা কলেজ কেন্দ্রের ভোটার কলেজ ছাত্রী ছামিয়া আক্তার ও মোসামৎ নাসরীন আক্তার বলেন, তারা এবারই প্রথম ভোটার হয়েছেন। তাই প্রথমেই ভোট দিতে এসেছেন। একইসাথে ইভিএম মেশিনের মাধ্যমে ব্যাপক আনন্দ ও উৎসাহের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করেছেন।
Leave a Reply