অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গোরস্থান রোড মাদ্রাসা কেন্দ্রের ভেতরেই ভোট দিতে আসা লাটিম মার্কার কাউন্সিলর প্রার্থী শাহরিয়ার সাচিব রাজিব এবং টিফিন বক্স মার্কার প্রার্থী শেখ সাঈদ আহমেদ মান্নার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
ভোট গ্রহণ শুরুর পর থেকেই দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা ভোট কেন্দ্রের ভেতরে ও বাইরে ঘোরাফেরা করতে থাকেন। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। টিফিন বক্স মার্কার প্রার্থী শেখ সাঈদ আহমেদ মান্নার সমর্থকেরা অভিযোগ করেন, লাটিম মার্কার প্রার্থী ও তার স্ত্রী ভোটারদের জোর করে তাদের পক্ষে ভোট দেওয়াচ্ছে। আমাদের কাউকে ঢুকতে দিচ্ছেনা। তারা আমাদের সন্ত্রাসী বলছে। আমাদের বিভিন্নভাবে হুমকিও দিচ্ছে।
লাটিম মার্কার প্রার্থী শাহরিয়ার সাচিব রাজিবের স্ত্রী মৌসুমী কবির মৌ অভিযোগ করে বলেন, টিফিন বক্সের প্রার্থী মাঠে নেই। সে ভোটারদের টাকার প্রলোভন দিয়ে ভোটকেন্দ্রে নিয়ে আসছে। এইটার বাঁধা দেওয়ার জন্য আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমাদের লাইনেই দাঁড়াতে দিচ্ছেনা।
লাটিম মার্কার সমর্থকরা বলেন, সবাই জানে শেখ সাঈদ আহমেদ মান্না একাধিক মার্ডার ও অস্ত্র মামলার আসামী। কেন্দ্রের ভেতরে হাতাহাতির পর কেন্দ্রের ভেতর থেকে উভয়পক্ষের সমর্থকদের বের করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর কিছুক্ষণ পরেই এপিবিএন’র ফোর্স এসে কেন্দ্রের সামনে থেকে উভয় কাউন্সিলের সমর্থকদের সরিয়ে দিয়েছে।
এপিবিএন-র কর্মকর্তা দুলাল আহমেদ বলেন, এখানে ঝামেলা হচ্ছে এমন খবর পেয়ে আমরা এসে দুই কাউন্সিলরের লোকজনকে কেন্দ্রের সামনে থেকে সরিয়ে দিয়েছি। এখন ভোটকেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক।
Leave a Reply