অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ৫০ হাজার টাকা (ভারতীয় মুদ্রা) দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতের তেলেঙ্গানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ডি রবিন্দর দাচেপল্লী।
এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, হায়দরাবাদের নিজ বাসভবন থেকে ঘুষের টাকাসহ তেলেঙ্গানা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন ব্যুরো। এসময় তার বেডরুমের আলমারি থেকে ঘুষের টাকা উদ্ধার করেন কর্মকর্তারা।
অভিযোগ ওঠে, ২০২২-২৩ সালের জন্য বেসরকারি এক শিক্ষা প্রতিষ্ঠানের প্রচার ও পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের ক্লাস ব্যবহারের বিনিময়ে ৫০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন উপাচার্য। ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের স্বল্পমেয়াদী কোর্স করায়।
দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা জানান, দাসারি শঙ্কর নামে এক ব্যক্তির কাছ থেকে ঘুষের এ অর্থ গ্রহণ করেছিলেন উপাচার্য রবিন্দর। অভিযুক্ত উপাচার্যকে হায়দরাবাদের দুর্নীতি দমন আদালতে তোলা হবে।
এদিকে রেজিস্ট্রার নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে তেলেঙ্গানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কার্যনির্বাহী কমিটির মধ্যে বিরোধ চলছিল। এর মধ্যেই ঘুষের টাকাসহ উপাচার্যের গ্রেপ্তারের খবর এল।
Leave a Reply