অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র কুরআন অবমাননার পুনরাবৃত্তি রোধ করতে সম্মিলিত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন দেয়ার ব্যাপারে রোববার ওআইসির জরুরি বৈঠক হয় এবং ওই বৈঠক শেষে এ আহ্বান জানানো হয়েছে।
সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় রোববার ৫৭ সদস্যবিশিষ্ট সংস্থা ওআইসির এক্সিকিউটিভ কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে ওআইসির মহাসচিব হুসেইন ব্রাহিম তাহা বলেন, আমরা আন্তর্জাতিক সমাজের কাছে ধারাবাহিকভাবে এই বার্তা পাঠাতে থাকব তারা যেন একটি আন্তর্জাতিক আইন মেনে চলার ক্ষেত্রে সচেষ্ট হয় যে আইনে যেকোনো ধর্মের অবমাননা নিষিদ্ধ করা হয়েছে।
গত বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে দুই ব্যক্তি আগে থেকে ঘোষণা দিয়ে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়।তাদেকে এই ন্যক্কারজনক কাজ করার অনুমতি দেয় একটি সুইডিশ আদালত। কুরআন অবমাননা করার জন্য ওই ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা পবিত্র ঈদুল আজহার দিনটিকে বেছে নেয়।
ইরান তাৎক্ষণিকভাবে ইসলাম অবমাননাকর এ তৎপরতার তীব্র নিন্দা জানায়। এরপর আরো বহু মুসলিম দেশ সুইডেনে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে।
Leave a Reply