এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স সোহেল এবং তার নিয়ন্ত্রিত সন্ত্রাসী বাহিনীর উপর্যপুরি হামলায় ঝিনাইদহে কর্মরত সাংবাদিক শহিদুজ্জামান বাবু গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন। হামলায় সাংবাদিক বাবুর কানের পর্দা ফেটে রক্তাক্ত জখম হয় এবং একটি দাত ভেঙে যায়। বর্তমানে তিনি শৈলকুপা উপাজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
জানা যায়,বৃহস্পতিবার দুপুরে সোর্স সোহেল শৈলকুপা উপজেলার পদমদি গ্রামের মাঠে খোকন নামের একজন দিনমজুরকে মাদক ব্যবসায়ী বলে মাঠ থেকে মারধর করে চাঁদা দাবী করে। এছাড়া একই গ্রামের একজন ভ্যানচালক কে মাদক দিয়ে ধরিয়ে দেয়ার কথা বলে ১১০০ টাকা হাতিয়ে নেয়।
পরবর্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সোহেল কে নিয়ে অভিযানে যায়। এসময় সোহেলের অত্যারে ক্ষিপ্ত এলাকাবাসী সোহেলকে ঘিরে ফেলে মারধর করে। এই মারধরের ভিডিও ধারণ করেন দৈনিক মুক্ত খবরের সিনিয়ার ষ্টাফ রিপোর্টার সাংবাদিক শহিদুজ্জামান বাবু, আশরাফুল, রাজীব এবং শিহাবসহ স্থানীয় সাংবাদিকরা। এ সময় মাদকের কর্মকর্তারা সাংবাদিকদের সাথে কথা বলে ক্ষমাচান এবং সামাজিক যোযাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে ভিডিও কিংবা সংবাদ প্রচার না করার অনুরোধ জানান। তবে মারধর এবং ভিডিও ধারনের ঘটনায় ক্ষুব্ধ সোহেল পরের দিন বিকেলে হরিণাকুন্ডু উপজেলার চরপাড়া এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্য শহিদুজ্জামান বাবুর উপর হামলা চালায়। এসময় আশপাশের লোকজন তার হাতে থাকা রামদা কেড়ে নিলেও সে কিল,ঘুষি লাথি মারতে থাকে এ সময় সাংবাদিক বাবুর কানের পর্দা ফেটে যায়। এছাড়া একটা দাঁতও ভেঙে যায় ।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য সোহেল মাদকের সোর্স পরিচয়ে এলাকায় চাঁদাবাজি,সাধারণ মানুষের ভয়ভীতি, জিম্মি করা সহ,মাদক দিয়ে সাধারণ মানুষকে জেলা খাটানোর ভয় দেখিয়ে প্রতিনিয়ত হয়রানি করে যাচ্ছে।এই মাদক স¤্রাট এবং নিজেই মাদকসেবনকারী শৈলকুপার মাইলমারী গ্রামের মৃত জব্বার সরদার এর ছেলে।
এদিকে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ঝিনাইদহের সাংবাদিকরা ফুঁসে উঠেছেন। তারা অবিলম্বে হামলাকারী সোহেলগং কে গ্রেফতার সহ দৃষ্টন্তমূলক শাস্তির দাবী জানান।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটি এবং শৈলকুপা প্রেসক্লাব এর পক্ষ থেকে নিন্দা জানানো হয়। সেই সাথে মাদক ব্যবসায়ী, মাদকসেবনকারী চাঁদাবাজ সোহেল কে অবিলম্বে গ্রেফতারের দাবী জানান সাংবাদিকবৃন্দ।
Leave a Reply