November 27, 2025, 8:55 am
শিরোনামঃ
ওসিদের নিয়োগও লটারির মাধ্যমে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা যারা নির্বাচন ঠেকাতে চাইবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা : সিইসি রীপার ভিডিও বক্তব্য প্রচারের বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি রাজধানীতে ৩ শত ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজউক ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ; ক্যাডার পদে ১৭৫৫ ; নন-ক্যাডার ৩৯৫ জন রাজশাহীতে চিনির সঙ্গে রং মিশিয়ে তৈরি হচ্ছিল খেজুর গুড় ; ৫ কারখানায় অভিযান মাগুরার একজন রাজনৈতিক নেতার কারণে ১৮ দিন গৃহবন্দি মাদ্রাসা শিক্ষিকা ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা পরিবেশ অধিদপ্তরের অভিযানে ধামরাইয়ে ৭টি ইটভাটায় অভিযানে ১৫ লাখ টাকা জরিমানা পিরোজপুরে দুর্যোগে করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মশালা
এইমাত্রপাওয়াঃ

রাতে ফোন পেয়ে সকালে ত্রাণ নিয়ে হাজির চট্টগ্রামের ডিসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাতে এলাকাবাসীর পক্ষ থেকে ফোন পেয়ে পরদিন চট্টগ্রাম নগরের চান্দগাঁও ওয়ার্ড এলাকায় ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসককে (ডিসি) আবুল বাসার মো. ফখরুজ্জামান। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে এসব ত্রাণ বিতরণ করা হয়।

বিশেষ এই প্যাকেটে ছিল ১০ কেজি চাল, এক কেজি ডাল, তেল, লবন, চিনি, মরিচ, ধনিয়া, হলুদের গুড়াসহ আরও কয়েকটি ভোগ্যপণ্য।

জানা গেছে, টানা ছয়দিনের বৃষ্টিপাতে এ এলাকার প্রতিটি স্থান পানির নিচে ডুবে রয়েছে। এতে গত কয়েকদিন ধরে নিদারুণ কষ্টে সময় পার করছে কয়েক হাজার বাসিন্দা। খবর পেয়ে সেখানে ছুটে যান ডিসি ফখরুজ্জামান। বিপদের এমন সময়ে উপহারের প্যাকেটটি হাতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অসহায় মানুষজন।

জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান বলেন, টানা বর্ষণে উত্তর চান্দগাঁও এলাকার বেশ কয়েকটি স্থান পানিতে তলিয়ে গেছে। এতে বেশ কষ্টে পড়েছে এখানকার বাসিন্দারা। তারা আমাকে বুধবার রাতে তাদের দূরাবস্থার কথা জানায়। এরপর আজ ৩০০ পরিবারের মধ্যে মানবিক সহায়তার বিশেষ প্যাকেট তুলে দিয়েছি। এই প্যাকেট দিয়ে একটি পরিবার কমপক্ষে এক সপ্তাহ চলতে পারবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। আগামীতেও তা চলমান থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, চান্দগাঁও সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার মো. মাসুদ রানা, এনডিসি হুছাইন মুহাম্মদ, স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস প্রমুখ।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page