অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বাংলাদেশকে নিয়ে বঙ্গবন্ধুর দেখা স্বপ্নগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ একে একে পূরণ করে চলেছেন, সেগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।’
শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চাঁদপুর বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের দেশকে বঙ্গবন্ধু যেখানে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আজ একে একে পূরণ হতে চলেছে। এসব বিষয়গুলো যেন আমাদের সন্তানরা জানতে পারে। যাতে করে নতুন প্রজন্ম সঠিক তথ্য জেনে আমাদের ওপর যত অপশক্তি ও অপপ্রচার আছে, তা প্রতিহত করতে পারে। বঙ্গবন্ধুকে নিয়ে যেন তারা গর্ব করতে পারে। তার কন্যার নেতৃত্বে আজ আমরা এগিয়ে চলেছি সোনার বাংলা গড়বার জন্য, স্মার্ট বাংলা গড়বার জন্য। এ বিষয়গুলো যেন আমাদের সন্তানরা বুঝতে পারে, জানতে পারে। তারা যেন স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হতে পারে, সেই প্রত্যাশাই করছি।’
তিনি বলেন, ‘আমাদের একটা পরিপূর্ণ সাংস্কৃতিক জাগরণ দরকার। সেটি এখন তৃণমূল পর্যায় থেকে সব জায়গায়। হাজার বছরের বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও সমৃদ্ধি যদি আমাদের সন্তানেরা অনুধাবন এবং ধারণ করতে পারে তাহলে তারা আত্মশক্তিতে বলীয়ান হবে। আমাদের নিজের মাটিতে, সংস্কৃতিতে, ইতিহাসে, সংগ্রামে, ত্যাগে যে শক্তি আছে, সেই শক্তি আমরা যখন অনুধাবন করতে পারব, তখন সত্যিকার অর্থে আমাদের আর কেউ দাবায়ে রাখতে পারবে না। কাজেই সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েই আমাদের সন্তানদের সেই আত্মশক্তির অনুধাবনের জায়গাটিতে নিয়ে যেতে হবে।’
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমুখ।
Leave a Reply