স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ-৩ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে এবার বিএনপির প্রথম সারির রাঘোবোয়াল নেতারা আওয়ামীলীগ সরকারের পতন আন্দোলন ছেড়ে সিঙ্গাপুরে পালাচ্ছেন। তাদের আমলে যে উন্নয়ন হয়েছে তা দেশের মানুষ দেখেছে। তাই আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপির নেতারা চোখে শর্ষের ফুল দেখছেন। যার কারনেই নেতাদের ডাকে আর দেশের মানুষ সাড়া দিচ্ছেনা।
তিনি আরো বলেন, এলাকার মানুষ বিএনপি সরকারের আমলে নেতাদের লুটপাটের রাজত্ব দেখেছে। দেশের মানুষ এখন শান্তিতে রাস্তায় চলে ফিরে বেড়াতে পারছে। তাদের মনে এখন আর কোন ভয় নেই। তাই দেশের মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবেন।
আজ ২৮ আগষ্ট সোমবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নেপা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও বিশেষ বর্ধিতত সভায় প্রধান অতিথির বক্তব্য দানকলে তিনি এ কথা বলেন।
নেপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুল আলম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতিয় শোক দিবসের আলোচনা সভা ও বিশেষ বর্ধীত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি মোঃ নবী নেওয়াজ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোক্তার হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক এম এ আসাদ।
পরে দোয়া মাহফিল শেষে এলাকার গরীব ও দুস্থদের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়।
Leave a Reply