অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পরীক্ষামূলকভাবে যাত্রীবাহী ট্রেনের পর এবার পদ্মা সেতু পাড়ি দিলো মালবাহী ট্রেন।
শনিবার সকাল সাড়ে সাতটায় ভাঙ্গা রেলস্টেশন থেকে প্রায় ৩০০ টন পাথর নিয়ে ৬০ কিলোমিটার বেগে মাওয়ার উদ্দেশে রওনা করে মালবাহী ট্রেনটি।
রেল সড়কটির সক্ষমতা নির্ণয় ও গতি পরীক্ষার জন্য ট্রেনটিতে পাঁচটি বগিসহ একটি ইঞ্জিন রয়েছে।
ঢাকা-ফরিদপুর রেল প্রকল্পের প্রকল্প ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ জানিয়েছেন, শুক্রবার সফলভাবে যাত্রীবাহী ট্রেন দিয়ে গতি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ পাঁচটি পণ্যবাহী বগিসহ ইঞ্জিন নিয়ে আমরা গতি পরীক্ষা করেছি। প্রথম পর্যায়ে আমরা ৩৫০ মেট্রিক টন পাথর নিয়ে যাত্রা শুরু করেছি।
পণ্যবাহী ট্রেনটির পরিচালক পলাশ হোসেন বলেন, আমরা খুবই আনন্দিত যাত্রীবাহী ট্রেনটির গতি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই ট্রেনটিতে রেলওয়ের উদ্বোধন কর্মকর্তা ও প্রকল্প পরিচালকরা ছিলেন।
ফরিদপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট নজরুল ইসলাম জানান, ফরিদপুর-ঢাকা পণ্যবাহী ট্রেন চলাচলের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের অর্থনীতির মুক্তি আসবে বলে আমরা মনে করি। ব্যবসায়ীরা তাদের পণ্য খুব সহজেই ঢাকাতে নিতে পারবে স্বল্প খরচে।
Leave a Reply