January 31, 2026, 9:45 am
শিরোনামঃ
ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪ আগামী জুলাইয়ের মধ্যেই জাতিসংঘের তহবিল শূন্য হওয়ার আশঙ্কা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হলেন সুলতান আহমদ 

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : শিক্ষক ক্যাটাগরিতে জাতীয় শিক্ষা পদক ২০২৩ এ ঝিনাইদহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার গৌরবান্বিত হয়েছেন হরিনাকুণ্ডু উপজেলার ঐতিহ্যবাহী দখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ। তিনি উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর গ্রামের শফিউদ্দীনের বড় ছেলে। গতকাল জেলার শ্রেষ্ঠত্ব যাচাই বাচাই ক্যাটাগরিতে তিনি শ্রেষ্ঠত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন।

এব্যাপারে হরিণাকুণ্ডু প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান জানান, উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে হতে যাচাই বাচাই করে আমরা দখলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমদকে জেলায় পাঠাই। সেখানেও সুলতান আহমদ শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠত্ব নির্বাচন করার ব্যাপারে জানতে চাইলে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, আনন্দ কিশোর শাহা জানান,প্রতিটা উপজেলা থেকে একজন করে মোট ৬ জন শিক্ষকে জেলাতে পাঠান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। তাদেরকে আবার শ্রেষ্ঠত্ব বোর্ড কমিটির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে হতে হরিণাকুণ্ডু উপজেলার দখলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমদ শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক এস.এম.রফিকুল ইসলাম ঝিনাইদহ,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর শাহা, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) রথীন্দ্র নাথ রায়,জেলা তথ্য অফিসার,আবু বকর সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page